আন্তর্জাতিক

১০০ বছরে প্রথম মারাত্মক হাঙর আক্রমণে মৃত্যু

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের সোয়ান নদীতে ১০০ বছর পর হাঙরের আক্রমণের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) নদীতে সাঁতার সময় হাঙরের আক্রমণে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয় বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।
১৯২৩ সালের জানুয়ারিতে একই ধরনের ঘটনায় ওই নদীতে ১৩ বছরের এক বালকের মৃত্যু হয়। গতকালের ঘটনাকে ১০০ বছরে প্রথম মারাত্মক হাঙর আক্রমণ বলে মনে করা হচ্ছে। পার্থ থেকে আসা ওই কিশোরী নদীতে জেট স্কিতে ভ্রমণ করছিলেন। সঙ্গে ছিল এক বন্ধু।
পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের কর্মকর্তা পল রবিনসন বলেছেন, মেয়েটি সম্ভবত কাছাকাছি ডলফিন দেখে তাদের সঙ্গে সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দিয়েছিল।
মৎস্য বিশেষজ্ঞরা জানান, নদীর ওই অংশে হাঙরের দেখা পাওয়া অস্বাভাবিক। ঘটনার পরপরই জনগণকে ‘অতিরিক্ত সতর্কতা’ মেনে চলার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সমুদ্র সৈকতও এড়িয়ে চলতে বলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button