জেলার খবর

বাগেরহাটে ১২৫ বছরের রাধেশ্যাম মন্দিরের নবনির্মিত ভবনের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরে ১’শ ২৫ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধেশ্যাম মন্দিরের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন ও বিগ্রহ স্থাপন হয়েছে।

এ উপলক্ষ্যে দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার শুরু শুক্রবার সন্ধ্যায়। এদিন মন্দির প্রাঙ্গণে মাঙ্গলিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন, ডা: সুভাষ চন্দ্র রায়, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা, মন্দিরের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র ভট্রাচার্য, বিভাষ চন্দ্র রায়, রতন নন্দী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, মোহনলাল হালদার, প্রদীপ বসু সন্তু, এ্যাড: নিবাস চন্দ্র সাহা, রুদ্রনীল রায় নোবেল প্রমুখ।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ। দুই দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, নবনির্মিত শ্রী শ্রী রাধেশ্যাম মন্দি ভবন প্রতিষ্ঠা, মন্দিরগৃহে শ্রী শ্রী রাধেশ্যাম বিগ্রহ, শ্রী শ্রী শ্যামা মায়ের বিগ্রহ, শ্রী শ্রী মনসা বিগ্রহ, শিব ঠাকুরের বিগ্রহ প্রতিষ্টা, পূজা-অর্চনা, বেদমন্ত্র পাঠ, শ্রীমদ্ভগবত পাঠ, জপ ও হোম যজ্ঞ, ভোগআরতী ও পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতী, নাম সংকীর্ত্তন, মঙ্গল আরতী, মঙ্গল শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ইত্যাদি।

আলোচনা সভায় প্রধার অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গড়তে করণীয় সব কিছুই করছেন।

সব ধর্মের মূল কথা মানুষের মঙ্গল করা। ধর্মের নামে বোমা মেরে মানুষ হত্যা, হানাহানি, সন্ত্রাস, জঙ্গীবাদ কখনও কাম্য নয়। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশের শ্লোগান হলো, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে আন্তরিক থাকার এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button