কুমিল্লার টানা চতুর্থ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২২তম ম্যাচে কুমিল্লা ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে।
পাকিস্তানী পেসার নাসিম শাহর বোলিং নৈপুন্যে টানা চতুর্থ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্য দিকে টানা ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে ঢাকা।
এই নিয়ে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো কুমিল্লা। অন্য দিকে, সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো ঢাকা। এটি ঢাকার টানা ষষ্ঠ হার।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দিনের শেষ ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে কুমিল্লার দুই ওপেনার লিটন দাস ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। প্রথম ১৫ বলে মাত্র ৪ রান নিতে পারেন তারা। দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওভারে মাত্র ১ রান দেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। পরের ওভারে ৩ রান দেন স্পিনার আরাফাত সানি। পেসার আল-আমিনের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হন ৭ বল খেলে ৩ রান করা রিজওয়ান।
দলীয় ৪ রানে রিজওয়ান ফিরে যাবার পর রানের গতি বাড়ান লিটন ও অধিনায়ক ইমরুল কায়েস। পরে ১৬৪ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা।
ঢাকার নাসির ১৯ রানে ২ উইকেট নেন।
১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের পেসার নাসিমের বোলিং তোপে পড়ে ঢাকা। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। ওপেনার মিজানুর রহমানকে ৫ ও মোহাম্মদ মিথুনকে ৩ রানে বিদায় করেন নাসিম।
এরপর লড়াই করেও ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে ম্যাচ হারে ঢাকা।
কুমিল্লার নাসিম ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন। ২ উইকেট নেন খুশদিল।