জাতীয়জেলার খবর

পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতি বাড়ানো হয়েছে

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   নাটোরে আগামী ১ সেপ্টেম্বর থেকে  পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুটি থামবে। এতে নাটোর থেকে ঢাকাগামী যাত্রীদের আর ভোগান্তি কমে আসবে।

২৪ আগস্ট সোমবার রেলওয়ে  পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত একটি চিঠি এরই মধ্যে নাটোর স্টেশনে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটি নাটোরের ওপর দিয়ে চলাচল করলেও নাটোর স্টেশনে থামত না। ফলে জেলার যাত্রীরা এই ট্রেন দুটিতে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত ছিল।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ট্রেন থামার সময়সূচি তিনি পেয়েছেন। সে অনুয়ায় আগামী ১ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছবে এবং ১২টা ২৬ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা থেকে এই ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছবে। অন্যদিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা ৫০ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছে যাত্রী নিয়ে ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ঢাকা থেকে যাত্রী নিয়ে রাত ৩টা ১৭ মিনিটে নাটোরে যাত্রাবিরতি দিবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button