জাতীয়

নিপাহ ভাইরাসে মৃত্যু: খেজুরের রস পানে সতর্ক থাকার আহ্বান

দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়াতে, কাচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে বলেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার (১১ জানুয়ারি) শীতকালের সাধারণ রোগবালাই ও নিপাহ ভাইরাস সংক্রমণ নিয়ে এক সেমিনারে এ তথ্য জানায় আইইডিসিআর।

আইইডিসিআর জানায়, নিপাহ ভাইরাসে আক্রান্ত ৭১ শতাংশ মানুষ মারা যায়। তাই কাঁচা খেজুরের রস খাওয়া এড়িয়ে চলার কথা বলা হয়।

সংস্থাটি আরো জানায়, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই নারীর কাঁচা খেজুরের রস পানের ইতিহাস ছিল। ২০২২ সালে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তিনটি ঘটনা রিপোর্ট করা হয়েছিল। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। মানুষ যখন দূষিত কাঁচা খেজুরের রস পান করে তখন ভাইরাসে আক্রান্ত হয়। সেই ব্যক্তি তখন তাদের পরিবারের সদস্য বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দেয়। তাই কাঁচা খেজুরের রস খাওয়া উচিত নয়।

সেমিনারে জানানো হয়, রস খাওয়ার আট থেকে নয়দিনের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয়। এ ছাড়া মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষেত্রে লক্ষণগুলো দেখা দিতে ৬ থেকে ১১ দিন সময় লাগতে পারে।

আইইডিসিআর এর গবেষকদের মতে, খেজুরের রস গরম করার পর পান করা নিরাপদ এবং খেজুরের রস থেকে তৈরি গুড়ও নিরাপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button