জাতীয়

ঢাকায় বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা (বিশেষ সহকারী) এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার চার দিনের সফরে গতকাল ঢাকা এসে পৌঁছেছেন।

জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে আইলিন লাউবাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ আর পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

এ সব ছাড়াও বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ সমসাময়িক বিষয়ে আলোচনা হতে পারে।

লাউবাচার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফর শেষে ১০ জানুয়ারি তিনি কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী ১৪ জানুয়ারি ঢাকা আসছেন।

এই সফরে বাইডেন প্রশাসনের অগ্রাধিকারের থাকা দু’টি ইস্যু মানবাধিকার ও গণতন্ত্রের ওপর গুরুত্ব দেয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button