জাতীয়

অবশেষে প্রধানমন্ত্রীর কাছে পুলিশের দাবি পেশ

বিগত সময়ের মতো এবার উদ্বোধনী দরবারের দিন বাংলাদেশ পুলিশের নানা দাবি-দাওয়া, পাওয়া না পাওয়ার কথা, পদ-পদবি এমনকি বঞ্চনার কথা প্রধানমন্ত্রীর কাছে পেশ না করা হলেও, অবশেষে পুলিশ সপ্তাহ-২০২৩ এর কর্মসূচীর অংশ হিসেবে এর দ্বিতীয় দিন পিএমওতে তার সঙ্গে দেখা নিজেদের প্রয়োজনের কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ ইউনিট।
রেলওয়ে পুলিশের কার্যক্রম চলছে অধিকাংশ পুরোনো অবকাঠামোয়। রয়েছে অনেকগুলো জরাজীর্ণ থানা ভবন। ঝুঁকিপূর্ণ সত্ত্বেও সেখানেই চালাতে হচ্ছে থানার কার্যক্রম। বড় দুর্ঘটনা ঘটার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে রেলওয়ে থানা পুলিশের জন্য নতুন ভবন নির্মাণ করার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।
সভায় অংশ নেওয়া রেলওয়ে পুলিশের ডিআইজি শাহ আলম প্রধানমন্ত্রীর কাছে এ দাবি তুলে ধরলে। তার প্রস্তাবের বিপরীতে প্রধানমন্ত্রী বিষয়টি লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন।
যদিও এর আগে, অনেক পুলিশ কর্মকর্তা বলছিলেন, গতবারের অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যেই বাস্তবায়ন হওয়ায় আর অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক পরিস্থিতি মাথায় এবার কোনো দাবি উত্থাপন করা হয়নি।
শেষমেশ সামনের দিকের সার্বিক দিকগুলো বিবেচনা করে নিজেদের মনের কথাগুলো, প্রয়োজনগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button