আন্তর্জাতিক

২০২৩ সালে শীর্ষ ধনীর তালিকায় ইলন মাস্ক

বরাবরের মতোই শীর্ষ ধনীর তালিকায় প্রথমে রয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ গণমাধ্যম বুধবার (২৮ ডিসেম্বর) তাদের শীর্ষ ৫০০ বিলিনিয়রের তালিকা প্রকাশ করে। এতে দেখা গেছে, তালিকায় স্থান পাওয়া ৭৭ শতাংশ বিলিনিয়রের সম্পদ ২০২৩ সালে বেড়েছে। তবে বাকি ২৩ শতাংশের সম্পদ কমেছে বা তা ক্ষতির শিকার হয়েছেন।
ব্লুমবার্গ আরো জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনীরা এ বছর আরও ধনী হয়েছে। আর এই ধনীর তালিকায় বরাবরের মতোই শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। এক্সের মালিক মার্কিন এই ধনকুবেরের সম্পদের পরিমাণ এখন ২৩৫ বিলিয়ন ডলার। ২০২১ সালে অ্যামাজনের মালিক জেফ বেজোসকে ছাড়িয়ে শীর্ষ ধনীর স্থান দখল করেন তিনি। এরপর থেকে দুই-একবার পতন ছাড়া সবসময়ই শীর্ষে ছিলেন তিনি।
ব্লুমবার্গ জানিয়েছে, এ বছর মাস্কের সম্পদ বেড়েছে ৯৮ বিলিয়ন ডলার। তার কোম্পানিগুলোর মধ্যে আছে এক্স, টেসলা ও স্পেসএক্স। ১৭৮ বিলিয়ন ডলার নিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে আছেন বেজোস। তার থেকে মাত্র এক বিলিয়ন ডলার বেশি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বার্নার্ড আর্নল্ট।
এদিকে মাস্কের প্রতিদ্বন্দ্বী মেটার মালিক মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে এ বছর ৮৩ বিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button