রাজনীতি

উপ-নির্বাচনে মনোনয়ন: আওয়ামী লীগ তিন, ১৪ দল দুই ও উন্মুক্ত একটি

বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৬টি আসনের উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। অন্য দুটিতে প্রার্থী দেবে ওয়ার্কার্স পার্টি ও জাসদ। অন্য একটি আসন উন্মুক্ত থাকবে।

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ দলের জাসদ প্রার্থী দেবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।

গত ১০ ডিসেম্বর বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

এর ফলে বিএনপির এমপিদের আসনগুলো শূন্য হয়। সংরক্ষিত নারী আসন বাদে বাকি ছয় সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button