খেলা

অবশেষে সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো

ইউরোপীয় ফুটবল অধ্যায়ের সমাপ্তি করে অবশেষে আরবীয় ক্লাবে পাড়ি জমালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দু’পক্ষের আলোচনা শেষে আড়াই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের এই রেকর্ড গোলদাতা।

যেখানে প্রতি বছর রোনালদোর পারিশ্রমিক থাকবে ২০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা।

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন ছিল সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন সিআর সেভেন। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।

বিশ্বকাপ শুরুর আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও কোচ এরিক টেন হাগ প্রসঙ্গে বোমা ফাটান রোনালদো। পরে দুই পক্ষের সমঝোতায় রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি। এরপর থেকেই প্রায় মাস দেড়েক ছিলেন দলবিহীন।

২০০২-০৩ মৌসুমে সিনিয়র ফুটবলে রোনালদোর সিনিয়র ফুটবলে যাত্রা শুরু হয়। ২০০৩ সালে যোগ দেন ওল্ড ট্র্যাফোর্ডে। প্রতিভার ঝলক দেখিয়ে ক্রমেই হয়ে উঠেন বিশ্বসেরাদের একজন। রেকর্ড ১৮৩ ম্যাচ খেলে করেন রেকর্ড ১৪০ গোল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button