খেলাফিচারশুক্রবারের বিশেষ

পেলের বস্তি থেকে ফুটবল সম্রাট হওয়ার গল্প

পেলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। জীবন যুদ্ধে সংগ্রাম করা জয়ী এক মহাযোদ্ধা। সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার। বলছি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কথা। নিউজ নাউ বাংলার শুক্রবারের বিশেস আয়োজনে আজ থাকছে কালো মানিক খ্যাত পেলের বিখ্যাত ফুটবলার হয়ে ওঠার গল্প।
শৈশব :
পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি। যার পুরো নাম এডসন অ্যারানটিস দো নাসিমেন্তো। শৈশবের ডাক নাম ডিকো। কালো মানিক খ্যাত পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। শুধু সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই নন। জীবন যুদ্ধে সংগ্রাম করে জয়ী এক যোদ্ধার নাম পেলে।
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েসে জন্ম গ্রহন করেন পেলে। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয়া এই ফুটবল যাদুকরের ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো ব্রাজিলের হয়ে জাতীয় দলে খেলার।
কিন্তু দারিদ্রতা যেন বাঁধা হয়ে দাড়ায় তাঁর স্বপ্নে। মা -বাবা দুজনই কাজ করতেন বাহিরে। পরিবারের অভাব-অনটন মেটানোর জন্য চায়ের দোকান কিংবা জুতা পরিস্কারের কাজ করতে হয় পেলেকে।
ফুটবলার হয়ে উঠার গল্প :
যদিও শৈশব থেকে ফুটবলের প্রতি বাড়তি আকর্ষন ছিল পেলের। তাইতো সময় করেই পাড়ার ছেলেদের সাথে মেতে উঠতো ফুটবল নিয়ে। ব্রাজিলের অন্যান্য খেলোয়াড়ের মতোই গলির ফুটবলে প্রতিভা ফুটে উঠে তার।
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
সেই প্রতিভা গলিতেই সীমাবদ্ধ না থেকে মাত্র ১৫ বছরের পেলের ওপর, নজর পড়ে সান্তোসের গ্রেট ওয়ালডিমোর ডি ব্রিটোর। তার হাত ধরেই সান্তোসের বি টিমে সুযোগ পান ফুটবলের রাজা।
এরপর সহজাত প্রতিভা দেখিয়ে বছর খানেকের মধ্যেই সান্তোস মূল দলে জায়গা করে নেন পেলে। পরবর্তিতে অসাধারণ ফুটবল শৈলীতে জাতীয় দলে সুযোগ পান এই কিংবদন্তি।
ফুটবলে সাফল্য ও জয়ের গল্প:
১৯৫৭ সালের ৭ জুলাই। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় পেলের। মারকানায় অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিল হারে ২-১ ব্যবধানে। তবে ১৬ বছর ৯ মাস বয়সে ব্রাজিলের হয়ে প্রথম গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বকনিষ্ট গোলদাতার নাম লিখিয়ে ফেলেন পেলে
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
এর পরের গল্পটা শুধুই ব্রাজিলিয়ান কিংবদন্তীর। একের পর এক সাফল্যে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারটা রাঙিয়ে তোলেন ফুটবল জাদুকর। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পায়ের ছন্দে ইতিহাস গড়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে নেয় ব্রাজিল।
সাফল্যের ধারাবাহিকতায় পেলের হাত ধরেই ১৯৬২ ও ১৯৭০ এর বিশ্বকাপ জয় করে ব্রাজিল। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে করেন সর্বোচ্চ ৭৭ গোল। লিগে ৬৯৪ ম্যাচে ৬৫০ গোল।
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
সব মিলিয়ে ১৩৬৩ ম্যাচে ফুটবলের রাজার গোল সংখ্যা ১২৮১। যেখানে পুরো ক্যারিয়ারে সর্বোচ্চ ৯২টি হ্যাটট্রিক রয়েছে পেলের।
শতাব্দির সেরা খেলোয়ার নির্বাচন :
২০০০ সালে IFFHS (International Federation of Football History & Statistics) এর তত্ত্বাবধানে সাবেক খেলোয়াড় আর সাংবাদিকদের ভোটে শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। তাতে ১৭০৫ ভোট পেয়ে পেলে প্রথম হন, দ্বিতীয় স্থানে থাকা ক্রুয়েফ পান ১৩০৩ ভোট।
বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন :
খেলা ছাড়ার পর ইউনিসেফের বিশেষ দূতের পাশাপাশি ব্রাজিলের বিশেষ ক্রীড়া মন্ত্রী হিসেবেও কাজ করেছেন পেলে।
সংসার জীবন :
১৯৬৬ সালে রোজমেরিকে বিয়ের ১৬ বছর পর তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পেলের। সেই ঘরে এক ছেলে এডসন এবং দুই মেয়ে ক্রিস্টিনা এবং জেনিফারের জন্ম হয়। ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্রাজিলিয়ান মডেল জুজার সঙ্গে চুটিয়ে প্রেম করেও দৈনিকের শিরোনাম হয়েছেন পেলে। তাকে বিয়ে না করে ১৯৯৪ সালে পেলে নিজের দ্বিতীয় ঘর বাঁধেন সাইকোলজিন্ট অ্যাসারিয়া লেমসের সঙ্গে। শেষ পর্যন্ত সে ঘরও টিকিয়ে রাখতে পারেননি ব্রাজিলের ফুটবল কিংবদন্তি।

নিজের জীবনী নিয়ে বই লিখেছেন পেলে

আত্মজীবনী নিয়ে নিয়ে ১৫ কেজি ওজনের একটি বই লিখেছেন পেলে :

পেলে তার ফুটবলজীবনে মোট ১২৮৩টি গোল করেছেন্। তা থেকেই নিজের বইটির নাম রেখেছেন ‘১২৮৩’।
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
পেলের এই বইয়ে রয়েছে তার ফুটবলজীবনকে মূর্ত করা দুর্লভ ছবির সমাহার। ছবির সংখ্যা পাঁচ শতাধিক। আরো রয়েছে ৫০০ পৃষ্ঠায় ১২৮৩টি টেক্সট। বইটি ছাপানো হয়েছে ১২৮৩ কপি। প্রতিটি বই বিখ্যাত ফুটবলারদের অটোগ্রাফ-সংবলিত। বইটির মূল্য ধরা হয়েছে এক হাজার ২২৫ ইউরো, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় এক লাখ ৩০ হাজার টাকার মতো। ব্রাজিল ছাড়াও আমেরিকার নিউইয়র্ক, সংযুক্ত আমিরাতের দুবাই ও যুক্তরাজ্যের লন্ডনে বইটি বিশেষ কিছু লাইব্রেরি থেকে পাওয়া যাবে।
রুপালি পর্দায় পেলে : 
খেলার মাঠ ছাড়াও রুপালি পর্দাতেও দেখা গেছে পেলেকে।
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
১৯৬৯ সালে ব্রাজিলিয়ান টেলিভিশনে প্রথম দেখা গিয়েছিল কালো মানিককে। হলিউডের চলচিত্র এসকেপ টু ভিক্টোরিতে এক যুদ্ধবন্দীর চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন এই ফুটবল কিংবদন্তী।
পেলের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র :

পেলের জীবনটাই রোমাঞ্চে ভরপুর। বস্তিতে জন্মগ্রহণ করেও হয়ে গেলেন ফুটবল বিশ্বের সম্রাট।

ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
পেলের বস্তির জীবন থেকে শুরু করে ফুটবল সম্রাট হওয়া পর্যন্ত বহু চড়াই উৎরাই পার হতে হয়েছে। পেলের জীবনের সেই সব দিনগুলো এবার উঠে আসছে হলিউডের পর্দায়। এই চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন দুই আমেরিকান পরিচালক মাইকেল ও জেফ জিমবালিস্ট। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন – ভিনসেন্ট ডি’ওনোফ্রিয়, রদ্রিগো সানটোরো, ডিয়েগো বনেতা, সিউ হোর্হে সহ আরও অনেকে।
ব্যক্তি হিসেবেও সুনাম :
শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
ব্যক্তি হিসেবেও সুনাম : শুধু ফুটবলার নন, অসাধারণ ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পেলের। নিজের দারিদ্র্যে ভরা শৈশবকে কখনোই ভুলে যাননি তিনি। ব্রাজিলের অসহায় ও দুস্থ শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েন বিশেষ ফাউন্ডেশন।
আজ বিশ্বখ্যাত ফুটবলার ও ফুটবলের সম্রাট পেলে মৃত্যু বরণ করেছেন। আজকের এই দিনে উনাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
[ সংগৃহিত : তথ্য ]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button