চতুর্থ ডোজ আগে পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা: স্বাস্থ্যমন্ত্রী
৬০ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ আগে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে টিকা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও সম্মতি আছে।
এ সময় তিনি বলেন, আমরা ঠিক করেছি, দেশ ত্যাগের আগে যেভাবে এইডস পরীক্ষা করে এইচআইভি নেগেটিভ হলে তারপর বিদেশে যেতে হয়, একইভাবে দেশে প্রবেশের সময়ও তাঁদেরকে পুনরায় পরীক্ষা করা হবে। এতে করে আক্রান্তদের সঠিক চিকিৎসা দেয়া যেমন সহজ হবে, অন্যদিকে, তাদের পরিবারের অন্যান্য নিরাপদ সদস্যরাও এই রোগের হাত থেকে রেহাই পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকার বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা নিলে এইডস রোগীরা আরো বেশিদিন সুস্থ থাকতে পারে। তবে সামাজিক প্রতিবন্ধকতার কথা ভেবে এইডস হলে তারা গোপন রাখে এবং সেকথা কাউকে প্রকাশ না করে অন্যদেরকেও আক্রান্ত করে ফেলে। এতে দেশে এইডস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।