খেলা

লটারিতে নির্ধারিত হবে মাশরাফির খেলা!

মাশরাফি বিন মর্তুজাকে দোলে টানতে মরিয়া দলগুলো।

প্রথমে বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা মাশরাফিকে খেলাতে চান। জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবালও মাশরাফির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন। সর্বশেষ মিনিস্টার রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার শনিবার (৫ ডিসেম্বর) প্রকাশ্যেই মাশরাফিকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছেন। দলটির কোচ সারোয়ার ইমরান শনিবার সন্ধ্যায় জানিয়েছেন, স্পন্সররা মাশরাফিকে দলে পেতে চান।

বোঝাই যাচ্ছে, মাশরাফির প্রতি এখনও সবার আস্থা ও বিশ্বাস প্রচুর। সবারই বিশ্বাস মাশরাফি দলে আসা মানেই ড্রেসিং রুম চাঙ্গা হওয়া। দলের আত্মবিশ্বাস এবং আস্থা বেড়ে যাওয়া। সর্বোপরি দলের ভেতরের বন্ধনটা আরও দৃঢ় হওয়া।

তবে মাশরাফি ফিট হলে আর জাতীয় দলের ট্রেনাররা তাকে ফিট মনে করলেই মাশরাফি হয়তো আগামী এক দুই রাউন্ড পরই মাঠে নামতে পারেন।

এখন প্রশ্ন হলো মাশরাফি কোন দলে খেলবেন? তাকে পেতে চায় প্রায় সব দলই। এখন তিন-চার দল যখন আগ্রহী, তাহলে মাশরাফি কোন নিয়ম ও ক্রাইটেরিয়ায় কোন দলে খেলবেন?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিয়েছেন এসব প্রশ্নের জবাব। তিনি বলেন, ‘আগে মাশরাফি খেলার মতো অবস্থায় আসুক। আগে ফিটনেস টেস্টের মুখোমুখি হতে হবে। এরপর ম্যাচ ফিটনেস ফিরে আসলে সে ঠিকই খেলবে।’
বলেন, যে বা যারাই আগ্রহ প্রকাশ করুক না কেন, একাধিক দল মাশরাফিকে নিতে চাইলে লটারি হবে। উন্মুক্ত ওই লটারিতে যে দলের নাম উঠবে, সেই দলেই খেলবেন মাশরাফি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button