জাতীয়

দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ আয়োজিত মতবিনিময় ও নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো গ্রাম শহর হবে। সেই স্বপ্ন মেহেরপুরে প্রথম বাস্তবায়িত হয়েছে। বঙ্গবন্ধুর নামানুসারে মেহেরপুরের বৈদ্যনাথতলাকে বঙ্গবন্ধুর নামানাসারে মুজিবনগর নামকরণ করা হয়। বৈদ্যনাথতলায় ১৯৭১ সালের ১৭ এপ্রিলে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগরের কারণে আওয়ামী লীগ ছাড়া কোন সরকার মেহেরপুরের উন্নয়নে এগিয়ে আসবে না। এজন্য আমাদের সম্মিলিতভাবে মেহেরপুরের উন্নয়নে কাজ করে যেতে হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কঠিন দূর্যোগের মধ্যে করোনা মোকাবেলায় সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে।

নব নির্বাচিত চেয়ারম্যান মহা. আবদুস সালামের সভাপতিত্বে সভায় মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ^াস ও নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার শামীম আরা হিরা বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপি জামায়াতের দৃর্বৃত্তায়ন আমরা দেখেছি ২০১৩ সালে। বিএনপি জামায়াত সেসময় আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। আন্দোলনের নামে তারা যদি আবারো ধ্বংসের খেলায় নামে, তাহলে তাদের প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান মহা. আবদুস সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা পরিষদের উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন বক্তব্য রাখেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভূইয়া, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button