আন্তর্জাতিক

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন!

মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর কর্মী ছাঁটাই করে হইচই ফেলে দিয়েছেন ইলন মাস্ক। আর সেই ছাঁটাইয়ের মন্ত্র যেন বড় বড় সামাজিক মাধ্যম ও ই-কমার্স প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিয়েছেন তিনি। [ সূত্র : স্কাই নিউজ ]

কারণ টুইটারের পর ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন জানিয়েছে, তারা ১১ হাজার কর্মী ছাঁটাই করবে, যা কোম্পানির মূল কর্মীর ১৩ শতাংশ। এর পরেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। ১০ হাজার কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে দশ হাজার কর্মী ছেড়ে দেবে অ্যামাজন। কোম্পানির কর্পোরেট ও প্রযুক্তিগত বিভাগ থেকে এসব কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

আরেকটু পরিষ্কারভাবে বললে, অ্যালেক্সা ভয়েস-অ্যাসিস্ট টুল তৈরি করে এমন কোম্পানির ডিভাইস বিভাগে ছাঁটাই হবে। ছাড়া সংস্থার রিটেইল বিভাগ ও মানবসম্পদ বিভাগ থেকে বাদ পড়বেন অনেকে।

এ ব্যাপারে যদিও অ্যামাজন এখনও কিছু বলেনি বা মোট কত সংখ্যক কর্মী ছাঁটাই হবে তাও বলেনি। তবে, অনুমান করলে এ সংখ্যা অ্যামাজনের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button