খেলা

নিষিদ্ধ হলেন দেশসেরা আরচার রোমান সানা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরচ্যারি ফেডারেশন থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন দেশসেরা আরচার রোমান সানা।

সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল রোমান সানার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টঙ্গীতে চলমান আরচারি ক্যাম্পে তার কিছু আচরণগত সমস্যা ধরা পড়েছে ফেডারেশনের কাছে। যার যথাযোগ্য প্রমাণ সাপেক্ষেই গত ৪ নভেম্বর বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তাকে সাময়িকভাবে আরচারি থেকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল আরো বলেন,`রোমান সানার কিছু আচরণগত সমস্যা আছে। শৃঙ্খলাভঙ্গের বিষয়ও আছে। ক্যাম্পে এই বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়েছে। তাই তাকে সাময়িকভাবে আরচারি থেকে নিষিদ্ধ করা হয়েছে।’

`আমরা চাই না, তার আচরণের নেতিবাচক প্রভাব জুনিয়রদের ওপর পড়ুক। আমরা একজন রোমানের কারণে দশজন রোমানকে নষ্ট করতে চাই না।

তবে আমরা এটাও চাই, আরচার তার আচরণের পরিবর্তন করুন, শুদ্ধ হয়ে আবার আরচারিতে ফিরে আসুন’-যোগ করেন চপল।
রোমান সানা দেশের এক নম্বর আরচার। তিনি ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

এদিকে, ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এমনটা হবে না এ মর্মে ফেডারেশনকে চিঠি দেয়ার পরও নিষেধাজ্ঞার ঘটনায় মর্মাহত রোমান সানা। প্যারিস অলিম্পিকের জন্য এখন অনুশীলন করছেন তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‌‘সামনে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে। এই ঘটনাটা আমার মনোযোগ নষ্ট করে দিয়েছে। পুরো ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আবারও মাঠে ফিরতে চাই আমি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button