অর্থ বাণিজ্যব্যাংকিং
ব্যাংকের নতুন সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা

ব্যাংকারস ও ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, ‘সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ আগের মতোই সবসময় খোলা থাকবে।’
সরকারঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে নতুন ঘোষিত নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।