আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে ৫৫ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভূমিকম্পে বিধ্বস্ত আফগান জনগণকে সহায়তা হিসেবে ৫ কোটি ৫ লাখ (৫৫ মিলিয়ন) ডলারের মানবিক সহায়তা প্যাকেজ প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ( ২৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত এই মানবিক সহায়তা প্যাকেজে রয়েছে—ক্যানজাত সুপেয় পানি, রান্নার সরঞ্জাম, কম্বল, কাপড় ও গৃহকার্যে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
বিবৃতিতে ব্লিনকেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আফগানিস্তানের জনগণ যে মানবিক সংকটের মধ্যে রয়েছেন, তাকে আরও বাড়িয়ে তুলেছে ভূমিকম্প।’
গত ২২ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিয়া ও খোস্টে ঘটে যাওয়া ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত হন মোট ১ হাজার ১৫০ জন এবং আহত হন ৩ হাজারেরও বেশি মানুষ। এছাড়া ভূমিকম্পে অন্তত ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button