বিনোদনসাহিত্য ও বিনোদন

আবারো ই-ক্যাব সভাপতি হচ্ছেন শমী কায়সার

পুনরায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন শমী কায়সার। ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেলের ৯ জনের মধ্যে অগ্রগামী প্যানেলের আটজন বিজয়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। বাকি একটি পদে জয়ী হয়েছে চেঞ্জ মেকারস প্যানেলের ব্যানারে নির্বাচন করা ‘সেবা এক্স ওয়াই জেড’-এর ইলমুল হক।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচনী বোর্ড।
৭৯৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬১১টি। ১০টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে সৈয়দ আম্বারীন রেজা ৪৫৩, আবদুল ওয়াহেদ তমাল ৩৮৬ ভোট, শমী কায়সার ৩৬৫, আসিফ আহনাফ ৩৩২, শাহরিয়ার হাসান ৩০৮, নাসিমা আক্তার নিশা ৩০৭, মোহাম্মাদ সাহাব উদ্দিন ২৮৭, সাইদুর রহমান ২৭৩ ও সেবা এক্সওয়াইজেড ইলমুল হক ২৭০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ইলমুল হক বাদে সবাই অগ্রগামী প্যানেলের।
এর আগে সকাল ১০টা থেকে ধানমণ্ডির ৯ নম্বর সড়কের সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ই-কমার্স খাতের নেতৃত্ব দিতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামের তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button