জাতীয়

বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

রাশিয়া, বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৩ মে) বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের কাছে ক্রুড অয়েল বিক্রির প্রস্তাব দিয়েছে। মস্কোর কাছ থেকে এখনই তেল কেনার দরকার আছে কি না, সেটি আমরা বিবেচনা করে দেখছি।

দেশে জ্বালানির দাম কমানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, জ্বালানির দাম বাড়াতে বা কমাতে চাই না, স্থিতিশীল রাখতে চাই। কারণ, বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও দেশে এখনই সমন্বয় করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, জনগণের ওপর থেকে জ্বালানি খরচের চাপ কমাতে তরল জ্বালানির পরিবর্তে বিদ্যুৎচালিত গণপরিবহণ চালু করা উচিত। এখন বৈদ্যুতিক থ্রি হুইলারগুলো চলছে। এগুলো জনগণকে খরচের ব্যাপারে স্বস্তি দিচ্ছে। ভবিষ্যতে বৈদ্যুতিক বাসসহ অন্যান্য গণপরিবহণ চালানোর উদ্যোগ নিতে হবে। রেল বিভাগ চাইলে বৈদ্যুতিক ট্রেনও চালু করতে পারে বলে পরামর্শ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button