জাতীয়

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে দূরপাল্লা সাঁতারে প্রথম হয়েছেন ফয়সাল-নাঈমা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও নারী বিভাগে একই প্রতিষ্ঠানের নাঈমা আক্তার প্রথম হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জের মধুমতি নদীতে হয়েছে এই প্রতিযোগিতা। সকালে পুরুষদের ১০ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া।

আইএসপিআর’র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, নারীদের ৮ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সবুরা খাতুন।

প্রথম স্থান অর্জনকারীদের ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ১০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৭ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয়েছে ৩ হাজার টাকা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button