আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত

শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক এমপি নিহত হয়েছেন। খবর: এনডিটিভি

সোমবার (৯ মে) রাজধানী কলম্বোর কাছে নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার শ্রীলংকার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক।

এসময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী, এতে অন্তত দুজন গুরুতর আহত হন। এরপর পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি কিভাবে নিহত হন সে বিষয়টি এখনো জানা যায়নি।

উল্লেখ্য, বৈদেশিক রিজার্ভের সংকট এবং মুদ্রাস্ফীতিতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা। এ জন্য রাজাপাকসে সরকারের দুর্নীতিকে দুষছে দেশটির জনগণ। দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে শ্রীলঙ্কা।

এমন উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন মাহিন্দা রাজাপাকসে। অবশেষে বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button