খেলা

বাংলাদেশে পৌঁছেছে লংকান ক্রিকেট দল

আর্থিক সংকটে পড়া দ্বীপদেশ শ্রীলংকাতে জরুরি অবস্থার মাঝে বাংলাদেশে খেলতে আশা নিয়ে শঙ্কা দেখা দিলেও কোনো সমস্যা ছাড়াই, আজ ঢাকা পৌঁছেছে শ্রীলংকান জাতীয় ক্রিকেট দল।

রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পা রেখেছে লঙ্কান ক্রিকেট দল। যদিও সকাল ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল তাদের। এদিকে দলের অধিনায়ক দিমুথ করুণারত্নকে ছাড়া চলে এসেছে দল।

এই মুহূর্তে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত রয়েছেন লঙ্কান টেস্ট দলের অধিনায়ক। ইয়র্কশায়ারের হয়ে খেলছেন তিনি। এদিক পেসার চাম্মিকা করুণারত্নে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার জন্য আসেনি দলের সঙ্গে। দুই করুণারত্নে সোমবার বাংলাদেশে আসবে।

এদিকে যারা এসেছেন তারা প্যান প্যাসিফিক হোটেলে উঠেছেন। সেখানে সকলের কোভিড পরীক্ষা করা হবে। নেগেটিভ হওয়ার সাপেক্ষে আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবেন তারা।

সফরে আগামীকাল অনুশীলন শেষে ১০ ও ১১ তারিখে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেখান থেকে পরে প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে রওয়ানা দেবেন তারা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তুর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৩ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা টেস্ট দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা, লাসিথ অ্যাম্বুলদেনিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button