খেলালিড স্টোরি

কাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজেও নিজেকে এভেইলেবল বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

শনিবার বিসিবি ভবনে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষে বিসিবি সভাপতি জানালেন, আগামীকাল (রবিবার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। খেলবেন ‍দুই ফরম্যাটেই। তিনি জানান ‘আগামীকাল রাতে সাকিব যাবে। ওখানে তিনটা ওডিআই, দুইটা টেস্ট আছে। যেকোনো একটা ম্যাচে ও রেস্টেও থাকতে পারে। কিন্তু ও খেলবে। সাকিব যদি সাউথ আফ্রিকায় গিয়ে রেস্ট চায় কোনো ম্যাচে, ও নিতে পারে বলেও জানান বিসিবি সভাপতি।’

এ সময় সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক।

এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button