খেলা
ইন্দোনেশিয়াকে ৭ গোলে হারিয়ে এএইচএফ কাপ শুরু করলো বাংলাদেশ
জয় দিয়ে এএইচএফ কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ হকি দল।
টুর্নামেন্টের শেষ তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও মাঠের খেলায় লক্ষ্য শিরোপা ধরে রাখা।
শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে খোরশেদুর রহমানের গোলে ১-০ তে এগ্যে যায় বাংলাদেশ।
এরপর দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ করে আরও তিন গোল। বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া তৃতীয় কোয়ার্টারে কিছুটা চাপে ফেললেও গোল আদায় করতে পারেনি মিমো-চয়নদের কাছ থেকে।
দ্বিতীয়ার্ধ্বে বাংলাদেশের হয়ে আরও তিন গোল করেন জিমি ও রোমান মিলে।
চলতি এএইচএফ কাপে নিজেদের গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ১৪ মার্চ। তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরানের সাথে বাংলাদেশের খেলা ১৫ মার্চ। আর শেষ ম্যাচে অমানের বিপক্ষে মাঠে নামবে ১৭ মার্চ।