জাতীয়

স্বাস্থ্যের নথি গায়েব: ৪ কর্মচারী বরখাস্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনায় চারজনকে শনাক্তের পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা ওই বিভাগেই কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।

চার কর্মচারী হলেন, ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার, প্রশাসন-২ শাখার (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার জিডিটি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button