জাতীয়

সয়াবিন তেল ও ডালের দাম বাড়ালো টিসিবি

সয়াবিন তেল ও মসুর ডালের দাম বাড়িয়েছে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি লিটার তেলে এবং কেজিতে ডালের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তাদের টিসিবির ২ লিটার তেলের বোতল কিনতে হবে ১০০ টাকার বদলে ১১০ টাকায়। আর ২ কেজি মসুর ডাল কিনতে হবে ১১০ টাকার বদলে ১২০ টাকায়। তবে চিনি ও পিয়াজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) থেকে টিসিবি বাড়তি দামে পণ্য দুটি বিক্রি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ জনগণের সহায়তার জন্য টিসিবি দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলায় ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে ৩ নভেম্বর থেকে বিক্রি কার্যক্রম শুরু করবে। শুক্রবার ছাড়া এ বিক্রি কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

টিসিবি জানায়, একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তেল ও ডালের দাম বাড়ানোর বিষয় জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, বাজারের তুলনায় অনেক কম দাম থাকায় তেল ও ডালের দাম সমন্বয় করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button