আন্তর্জাতিক

২০২২ সালেও থাকবে করোনা মহামারি: ডব্লিউএইচও

দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত টিকা না থাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি সংকট ২০২২ সালেও গড়াবে । এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। [ তথ্য : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ] 

ডব্লিউএইচও’র শীর্ষস্থানীয় কর্মকর্তা ড. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, ‘মনে হচ্ছে, কোভিড সংকট অনায়াসেই ২০২২ সালেও বিদ্যমান থাকতে যাচ্ছে।’

আফ্রিকা মহাদেশের পাঁচ শতাংশেরও কম মানুষ টিকা পেয়েছে, যেখানে অন্য মহাদেশগুলোতে গড়ে ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্য ১০ কোটি টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিলেও এ পর্যন্ত এক কোটির কিছু বেশি টিকা দরিদ্র দেশগুলোকে সরবরাহ করেছে।

সম্পদশালী দেশগুলোকে টিকা অনুদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ড. আইলওয়ার্ড। এ ক্ষেত্রে টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোও স্বল্প আয়ের দেশগুলোকে প্রাধান্য দিতে পারে বলে উল্লেখ করেন ডব্লিউএইচও’র এই কর্মকর্তা।

ড. আইলওয়ার্ড বলেন, ‘সম্প্রতি জি-৭ সম্মেলনে ধনী দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা দরকার। আমি এটা বলতেই পারি—আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী এগোচ্ছেন না। এর গতি আরও বাড়াতে হবে, নয়তো এই মহামারি নিয়ন্ত্রণে আনতে যতটা সময় লাগার কথা, তারচেয়ে বছরখানেক বেশি লেগে যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button