খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।

বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে ওমানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

এর আগে, উভয় দল টি-টোয়েন্টিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। সেবার ওমানকে বৃষ্টি বিঘ্নিত আইনে ৫৪ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

এদিকে, আজ বাংলাদেশ দলে ওপেনিংয়ে ফিরেছেন নাইম শেখ। ফলে বাদ পড়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমান একাদশ: আকিব ইলিয়াস, জাতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, জীশান মাকসুদ (অধিনায়ক), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড, নাসিম খুশি (উইকেটরক্ষক), কালিমউল্লাহ, ফাইয়াজ বাট ও বিলাল খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button