আন্তর্জাতিক

৬৮ বছর পর আবারও এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটার

১৮ হাজার কোটি টাকায়, ৬৮ বছর পর, ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিলো টাটা গ্রুপ। খবর: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

শুক্রবার (৮ আগস্ট) দেশটির কেন্দ্রীয় সরকার জানায়, এয়ার ইন্ডিয়া মালিকানা হস্তান্তরে টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি টাকার দরপত্রটি গৃহীত হয়েছে। এর ফলে আবার এয়ার ইন্ডিয়ার মালিকানা পেলো টাটা।

জানা গেছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ ৬৫ হাজার ৫৬২ কোটি রুপি। এখন টাটার হাতে মালিকানা যাওয়ার পর এয়ার ইন্ডিয়ার ঋণ থাকবে ৪৬ হাজার ২৬২ কোটি রুপি। এই ঋণ এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডের (এআইএএইচএল) নামে হবে।

ইতোমধ্যে এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন রতন টাটা। তিনি লেখেন, ‘Welcome back, Air India’। পোস্টে একটি চিঠিও যুক্ত করেছেন রতন টাটা।

উল্লেখ্য, ভারত স্বাধীন হওয়ার আগে ১৯৩২ সালে এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছিল টাটা গ্রুপ। তখন এর নাম ছিল ‘টাটা এয়ারলাইন্স’। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। ৬৭ বছর পর ফের তা টাটার হাতেই ফিরে এলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button