রাজনীতি

টাকা খেয়ে মনোনয়নের প্রস্তাব দেবেন না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম কেন্দ্রে পাঠানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না।

সোমবার (০৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন,‘জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়’। অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যান, যা মোটেও কাম্য নয়।

দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে- তাই সৎ ও ভালো মানুষদের দলে টানারও নির্দেশ দেন ওবায়দুল কাদের।

১৯৭৫-এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল এখনও তার রেশ রয়ে গেছে উল্লেখ করে কাদের বলেন, ৭৫-এর হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল? কে নেপথ্যে ছিল? সেই ইতিহাস সবাই জানে- যা কখনো ভুলে যাওয়ার নয়। জিয়া যেমন ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি ২১ আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টার মাইন্ড।

এসময় ওবায়দুল কাদের দুঃখপ্রকাশ করে বলেন, আজও আমরা প্রতিহিংসার বৃত্ত থেকে বের হতে পারিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button