সাহিত্য ও বিনোদন

মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান

মাদককাণ্ডে দীর্ঘ সময় জেরার পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবর: আনন্দবাজার।

এর আগে, মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে পার্টিতে অংশ নিয়ে মাদক সেবনের অভিযোগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আটক করা হয়। এরপর তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর মাদক নেয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি।

ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, মাদক নেয়ার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন আরিয়ান। তিনি বলেন, মাদক নিয়ে ভুল করেছেন। এও বলেন, এর আগে কখনও এমন কিছু করেননি তিনি।

এনসিবি সূত্রের খবর, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট।

জানা গেছে, ইতিমধ্যে ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান।

আরিয়ানের সঙ্গে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিবার রাতের মাদক পার্টিতে ছিলেন তারা প্রত্যেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button