আন্তর্জাতিক

বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল

ভারতীয় জনতা পার্টি-বিজেপির দুবারের মন্ত্রী বাবুল সুপ্রিয় হটাৎ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূলে যোগ দিয়েছেন। খবর- আনন্দবাজার পত্রিকার।

শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজনীতিক ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার শাসক দলের পতাকা হাতে তুলে নেন বাবুল সুপ্রিয়। এ সময় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এ ঘটনায় একদিন আগেই মোদির জন্মদিন পালন করা বিজেপি বড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজ্যের রাজনীতিকরা।

সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব হারিয়ে বাবুল, নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান, তিনি রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। সঙ্গে এটাও বলেছিলেন যে, তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ্যে এলেন, তখন গলায় তৃণমূলের উত্তরীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button