গণমাধ্যমফিচারলিড স্টোরি

১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব, জনসমুক্ষে প্রকাশের দাবি সাংবাদিকদের

১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে সাংবাদিক অঙ্গণ এখন বেশ উত্তাল। যে যার প্রতিক্রিয়া জানাচ্ছেন নিজেদের ফেসবুক স্ট্যাটাস থেকেই। তবে সবার বক্তব্য একটাই, এই হিসাবগুলো যেনো জনসমুক্ষে প্রকাশ করা হয়।

১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব১১ সাংবাদিক নেতাদের মধ্যে একজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী। তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন ‘’১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব’ সংক্রান্ত একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানতে পারলাম। এর মধ্যে আমার নামটি দেখে খুবই বিস্মিত হয়েছি। এখানে আমার বক্তব্য হচ্ছে, আমাকে যারা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তারাও আমার আর্থিক সততা নিয়ে প্রশ্ন করেন –এটা আমি বিশ্বাস করিনা। তাছাড়া স্ত্রী অসুস্থসহ পারিবারিক কারণে ব্যাংকে আমি অনেক টাকা ঋণগ্রস্থ। যেসব নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর সেই তথ্য সংগ্রহ করার পর, তা যেন জনসম্মুখে (পাবলিকলি) অবশ্যই প্রকাশ করেন, সেই জোর দাবি জানাচ্ছি।”

ব্যাংক হিসাব তলব ইস্যুতে এভাবেই নিজের অবস্থান ফেসবুকে তুলে ধরেন এই সাংবাদিক নেতা। তিনি বলেন ‘‘সত্য কথা বলতে আমার সমস্যা নেই। সঠিক তথ্য প্রকাশিত হোক।’’

শুধু মোরসালিন নোমানিই না, বাকি ১০ সাংবাদিক নেতাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনকি তারা তাদের ব্যাংক হিসাবের তথ্য জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছেন।

 

হিসাব তলবের বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, সরকারের১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব যে কোনো সংস্থা, যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে। তবে শুধুমাত্র সাংবাদিক নেতাদের তথ্য তলব করায় জনমনে একটা ভুল বার্তা যাবে।

 

 

 

 

ডিআরইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান খানডিআরইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বলেন, ‘সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আমরা আশা করব সরকার সমাজের অন্য পেশার মানুষদের জন্যও এটা চালু রাখবে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কেউ করছে বলে অনেকে বলছেন, যেটা আমি বিশ্বাস করতে চাই না।’

 

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানেজাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের মন্তব্য , ‘হিসাব কেনো চাওয়া হয়েছে জানিনা, তবে চাওয়া যেহেতু হয়েছে হিসাবের তথ্য সব জনসম্মুখে প্রকাশ করা হোক।।’

 

 

 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক, ডিইউজে ও বিএফইউজের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (১২ সেপ্টেম্বর) এসব সাংবাদিক নেতার তথ্য চেয়ে তফসিলি ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

বিএফআইইউয়ের চিঠিতে সাংবাদিক নেতাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের হিসাবের যাবতীয় তথ্য (হিসাব কবে খোলা হয়েছে, সেই হিসাব খোলার ফরম, হিসাবে টাকা জমা-উত্তোলনসহ লেনদেন বিবরণী এবং হিসাবে স্থিতি) আগামী চার কর্মদিবসের মধ্যে বিএফআইইউ বরাবর পাঠাতে বলা হয়েছে।

ব্যাংক হিসাব তলব করা সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএনপি সমর্থিত) আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (আওয়ামী লীগ সমর্থিত) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএনপি সমর্থিত) সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (আওয়ামী লীগ সমর্থিত) মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

চিঠিতে বলা হয়, উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) জরুরি ভিত্তিতে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে বিবরণীর শুধুমাত্র সফটকপি প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এরই মধ্যে বিষয়টি নিয়ে মিডিয়া অঙ্গণে অনেকেই অনেক মন্তব্য করছেন। নিজস্ব ফেসবুকে সবাই সবার মতামত জানাচ্ছেন।

জেষ্ঠ্য সাংবাদিক হারুন অর রশিদ বলেছেন,’’১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করায় আমি দোষের কিছু দেখিনা।আমরা মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব চাই। তাহলে সব সাংবাদিকের সম্পদের হিসাবও তো নেওয়া উচিত।আমার দাবী সব সাংবাদিকের সম্পদের হিসাব নেওয়া হোক।আমরা সাংবাদিকরা কেন সম্পদের হিসাব দেব না?’’

জেষ্ঠ্য সাংবাদিক ও বর্তমান দেশ নিউজ ডট নেট এর এডিটর মুহাম্মদ আব্দুল্লাহ মন্তব্য করেছেন,‘‘বিষয়টি অতোটা সরলীকরণ করার সুযোগ কম। বিগত সময়ে যাদের এ ধরনের হিসেব চাওয়া হয়েছে তারা কারা, কোন প্রেক্ষিতে, সেটা বিবেচনার দাবি রাখে। তা ছাড়া প্রাপ্ত হিসাব বিবরণী কি প্রকাশ করা হবে? না, অতীতে হয়নি। বরং কাউকে টার্গেট করা হলে তার প্রতি সন্দেহ-অবিশ্বাস তৈরি, চরিত্র হনন, সহানুভূতি কমিয়ে আনার মত বিষয় থাকে এর পেছনে।’’

জেষ্ঠ্য সাংবাদিক ও যুগান্তরের জেষ্ঠ্য প্রতিনিধি শেখ মামুনুর রশিদ মন্তব্য করেছেন, ব‌্যাংক হিসাব নেওয়ার না‌মে তাম‌াশা না। প্রয়োজন সাংবা‌দিক নেতা‌দের সম্প‌দের হিসাব নেওয়া। শাসনক্ষমতার সু‌যোগ নি‌য়ে কারা না‌মে বেনা‌মে একা‌ধিক প্লট, ফ্ল‌্যাট, সি‌টি ক‌র্পো‌রেশ‌নে দোকান নেওয়াসহ বিপুল প‌রিমান সম্প‌দের মা‌লিক হ‌য়ে‌ছেন, সেই হিসাবও চান। ‌দেখ‌বেন, অ‌নে‌কের গোমর ফাঁস হ‌য়ে যা‌বে।’’

উল্লেখ, এর আগেও কয়েকজন সিনিয়র সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ।

 

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button