খেলা

সব ফর‌ম্যাটের ক্রিকেটকে থেকে বিদায় নিলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় লাসিথ মালিঙ্গা, সব ফর‌ম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুইট পোস্টের মাধ্যমে অবসরের এ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

মালিঙ্গা বলেন, ‘টি-টোয়েন্টির জুতা জোড়া তুলে রাখছি। পাশাপাশি সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। এই যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

বিদায় বার্তায় কোচ হওয়ার ইঙ্গিত দিয়েছেন ডান-হাতি এই পেসার। ‘নতুনদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করার জন্য মুখিয়ে আছি।’ যোগ করেন তিনি।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লাসিথ মালিঙ্গার। জাতীয় দলের হয়ে ৩০টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক মালিঙ্গা। ৮৪ ম্যাচে ১০৭ উইকেট তুলেছেন তিনি। টেস্টে ১০১ ও ওয়ানডেতে ৩৩৮টি উইকেট আদায় করেছেন মালিঙ্গা। ২০১৪ সালে তার নেতৃত্বে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button