রাজনীতি

ঢাকা মহানগরে তাবিথ-ইশরাক পেলেন সদস্য পদ

বহুল প্রত্যাশিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২ আগস্ট) দলীয় মহাসচিব ওই কমিটি অনুমোদন করেছেন।

দুই কমিটিতে আলোচিত নেতা তাবিথ আওয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন সদস্য পদ। এ নিয়ে মহানগর নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ঢাকসুর সাবেক ভিপি, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমানকে উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য সচিবের পদ পেয়েছেন দেশের এক সময়ের খ্যাতিমান ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমিনুল হক। অপরদিকে দলের ঢাকা দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অভিভক্ত ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু পেয়েছেন সদস্য সচিবের পদ।

এদিকে দুই সিটির গত নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল উত্তরে তাবিথ আওয়াল ও দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। তাবিথ আউয়াল বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে আছেন।

অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, অভিভক্ত ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি ও অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button