অর্থ বাণিজ্যব্যাংকিং

রুশ ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন এড়াতে বললো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক, ইউক্রেনের যুদ্ধের কারণে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়া রুশ ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন এড়াতে বলছে।

শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ সতর্কের বিষয়ে জানান।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, রাশিয়ার যেসব ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সে সমস্ত ব্যাংকের সঙ্গে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংকগুলোকে জানানো হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক লেনদেন মাধ্যম সুইফট জানিয়েছে, ১২ মার্চ থেকে বৈশ্বিক অর্থ লেনদেনের ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ নিষেধাজ্ঞার জন্য দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতিও এখন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

কেননা রাশিয়ার ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্সের (ভিইবি) মাধ্যমেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে অর্থ লেনদেন করছে বাংলাদেশের সোনালী ব্যাংক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button