জাতীয়

সরকারি চাল আত্মসাত: ১৬ চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রায় ৬ হাজার মেট্টিকটন সরকারি চাল আত্মসাতের অভিযোগে ১৬ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে, গত ২৬ আগস্ট মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আসামিরা হলেন, গোবিন্ধগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ১নম্বর কামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহেদ হোসেন চৌধুরী, ২নম্বর কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম (রফিক), ৩নম্বর শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম, ৪নম্বর রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, ৫নম্বর সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম, ৬নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জজ, ৭নম্বর তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ৮নম্বর নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম, ১০ নম্বর রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহদাত হোসেন, ১১নম্বর ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, ১২নম্বর গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোস্তফা জগলুল রশিদ রিপন, ১৩ নম্বর কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, ১৪নম্বর কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ১৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল, ১৬ নম্বর মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ১৭নম্বর শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন শামীম এবং গোবিন্ধগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোছা. গোলাপী বেগম।

জানা গেছে, এ ১৯ জন ২০১৬-১৭ অর্থবছরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় সভার অনুকূলে জিআরের বরাদ্দ করা ৫ হাজার ৮২৩ মেট্রিক টন সরকারি চাল পরস্পর যোগসাজশের মাধ্যমে প্রতি মেট্রিক টন চাল ৩৭ হাজার ৮৩৬.৪৪ টাকা হিসেবে মোট ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা আত্মসাত করেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button