আন্তর্জাতিক

সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন যুবক

সেলফি এখন ব্যক্তি জীবনের যেনো একটি অংশ।  আনন্দময় বা মজার স্মৃতি জীবনের ডায়রীতে তুলে রাখতে, সবাই এখন সেলফি স্টাইলেই চলছেন। কিন্তু এই সেলফি আবার অনেকের জীবনের ঝুঁকি বয়ে আনছে। এমনকি মৃত্যুর মতো ঘটণাও ঘটেছে। এবার সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। [সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন ]

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের হায়দরাবাদের তিরুপতি চিড়িয়াখানার এই ঘটনা ঘটে।

জানা গেছে, ২৫ ফুট লম্বা দেয়াল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন রাজস্থানের আলওয়ারের বাসিন্দা প্রহ্লাদ গুজ্জর। সেই সময় তিনি একাই চিড়িয়াখানায় গিয়েছিলেন। চিড়িয়াখানার কেয়ারটেকার তাকে খাঁচায় ঢুকতে দেখে বাধা দিলেও, তোয়াক্কা না করেই প্রহ্লাদ চেষ্টা করতে থাকেন সিংহের সঙ্গে সেলফি তোলার। এরপরই ‘ডোঙ্গালপুর’ নামে সেই সিংহ ক্ষতবিক্ষত করে দেয় তাকে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহ্লাদের। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত ধারণা করা হচ্ছে যে প্রহ্লাদ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
 
আর ডোঙ্গালপুর সিংহটিকে আপাতত একটি আলাদা খাঁচায় একা রাখা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 
 
 
 
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button