জাতীয়

নতুন আইজিপি বেনজীর ও র‌্যাব ডিজি মামুন

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দেন।

বর্তমান আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর মেয়াদ ১৩ এপ্রিল শেষ হচ্ছে। তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আইজিপি পদে যুক্ত হতে যাওয়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক ড. বেনজীর আহমেদ ১৯৮৮ সালের গোড়ার দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডক্টর বেনজীর আহমেদ। ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামী রাজধানীর শাপলা চত্বর এলাকা ঘেরাওয়ের পর তাদের উচ্ছেদে বড় ভূমিকা রাখেন তখনকার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

এদিকে, র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হতে যাওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন. সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান । গত বছর মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর পূর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button