জাতীয়

দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপিকা তাসনুভা

চিরায়ত নিয়ম ভেঙে, দেশের ইতিহাসে প্রথম সংবাদ উপস্থাপনা করলেন ট্রান্সজেন্ডার তাসনুভা আনান শিশির।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনে, ৮ মার্চ বেসরকারি চ্যানেলে বৈশাখী টেলিভিশন সংবাদ পাঠ করেন তাসনুভা। এখন থেকে নিয়মিত সংবাদ উপস্থাপনা করবেন তিনি।

সবচে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ‘তৃতীয় লিঙ্গ’ অন্যতম। যাদের চিরাচরিতভাবে হিজড়া বলে আমাদের সমাজে সবাই চেনেন। তাদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেসরকারি বৈশাখী টেলিভিশন প্রশংসার দাবি রাখে।

আয়োজকরা জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোন পেশাদার সংবাদ বুলেটিনে একজন ট্রান্সজেন্ডার নারীকে দেখছে। যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি।

তাসনুভা আনান শিশির কাজ করেছেন থিয়েটারে, পেশাগতভাবে বিভিন্ন প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন। সফলতার জন্য স্বপ্ন দেখা, এবং সে স্বপ্ন পূরণে সব বাধা বিপত্তি পার হয়ে সামনে এগিয়ে যাবে কথা বলেন তাসনুভা আনান শিশির। সে সাথে ট্রান্সজেন্ডার (হিজড়া) সম্প্রদায়ের জন্য কিছু করার কথা জানান এ সংবাদ পাঠিকা তাসনুভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button