জাতীয়

চলছে সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

দ্বিতীয় দিনের মত সাক্ষ্যগ্রহণ চলছে চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইলের আদালতে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে এ মামলায় অভিযুক্ত ১৫ আসামি ও পাঁচ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

সোমবার (২৩ আগস্ট) শুরু হওয়া এ মামলাার সাক্ষ্যগ্রহণ টানা তিনদিন অর্থাৎ বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। এ তিনদিনে সাক্ষ্যগ্রহণের জন্য মামলার ৮৩ সাক্ষীর মধ্যে বাদীসহ ১৫ জনকে সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার আসামি লিয়াকত আলী, প্রদীপ কুমার দাস ও লিটন মিয়ার পক্ষের আইনজীবী বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরা করবেন।

জানা যায়, বিগত ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চার্জশিটভুক্ত ১৫ জন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। এর মধ্যে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button