অর্থ বাণিজ্য

আগামী বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে চান অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে চান।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভার্চুয়াল সভায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এদিন এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বারসহ দেশের শীর্ষ ১০টি চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।

বৈঠকে অর্থনীতিকে গতিশীল করতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মেয়াদ আগামী বাজেটেও বহাল রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া কিছু প্যাকেজের বরাদ্দ আরও বাড়ানো এবং নতুন কিছু খাতে প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন তারা।

এ সময় অর্থমন্ত্রী বলেন, এটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। কারণ তিনি বিষয়টি দেখভাল করছেন।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের বেশিরভাগ প্রস্তাব করসংক্রান্ত। তাদের এসব প্রস্তাবের যুক্তিও আছে। আর আলোচনার দরকার আছে। এনবিআরের সঙ্গে বসতে হবে। তারপর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বিকশিত হলে কর্মসংস্থান বাড়বে। চলতি অর্থবছরে শেয়ারবাজার, ব্যাংকে গচ্ছিত টাকা, নগদ টাকা, জমিসহ বিভিন্ন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button