জাতীয়

পিকে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ১২৯ জনকে আগামী ২৪ ও ২৫ মে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চের স্বক্ষরের পর লিখিত আদেশ প্রকাশ করা হয়।

তাদের বিরুদ্ধে, প্রায় সাড়ে ৪৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ।

অন্যদিকে দুদকের একটি সূত্র জানায়, ইন্টারন্যাশনাল লিজিং ওেএফএএস ফাইন্যান্স থেকে দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পি কে হালদারসহ ২০টির মতো কাগুজে প্রতিষ্ঠানের আরও অন্তত ৭০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক।

এছাড়া প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৫টি মামলা করেছে দুদক। সেই সঙ্গে তার দুই বান্ধবীসহ ১১ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

এসব মামলা তদন্ত করছেন দুদক উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন একটি দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button