অর্থ বাণিজ্যআন্তর্জাতিক

চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: আইএমএফ

আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে।

আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শিরোনামের প্রতিবেদনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিয়েছে আর্ন্তজাতিক এ সংস্থা।

পূর্বাভাসে পরের অর্থবছরে (২০২১-২২) জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ শতাংশের অভ্যাস দেয় সংস্থাটি।

তবে আইএমএফের এ পূর্বাভাস বিশ্বব্যাংকের চেয়ে বেশি। বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশে এবার জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। অবশ্য বিশ্বব্যাংক বলেছে, করোনা প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির অগ্রগতির ওপর প্রবৃদ্ধি নির্ভর করছে। অবস্থার উন্নতি হলে তা ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। আবার অবনতি হলে ২ দশমিক ৩ শতাংশে নেমে যেতে পারে।

অন্যদিকে জাতিসংঘের এসকাপ তাদের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এর সদস্য ১৮৮টি দেশের অর্থনীতি কেমন যাবে তা নিয়ে প্রক্ষেপন রয়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে সামনে রেখে আইএমএফ প্রতিবেদনটি প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনের বিষয় অর্থনীতির পুনরুদ্ধার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button