করোনাসাহিত্য ও বিনোদন
করোনায় আক্রান্ত ক্যাটরিনা

বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ করোনায় আক্রান্ত।
মঙ্গলবার, ক্যাটরিনা নিজেই করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা লিখেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাত্ক্ষণিকভাবে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি এবং বাড়িতেই থাকছি। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে চলছি।
তিনি আরো লিখেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরাও শীঘ্রই পরীক্ষা করান। আপনাদের ভালবাসা পেয়ে এবং আপনারা যে পাশে থেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে সকলে সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন’।
বি-টাউনে গুঞ্জন উঠেছে, প্রেমিক ভকির কাছ থেকেই সংক্রমিত হয়েছেন ক্যাট!
আমির, আলিয়া থেকে শুরু করে ভূমি, গোবিন্দসহ বলিউডের একঝাঁক তারকা কোভিড-১৯ পজিটিভ।