জাতীয়

ভর্তুকি-মূল্যস্ফীতি ব্যবস্থাপনায় নতুন কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

সরকারের ভর্তুকি ব্যবস্থাপনার বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেট ঘাটতি আর্থিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে। বলেন, আমরা আমাদের জিডিপি প্রবৃদ্ধির অনুমান একই রাখছি, যা চলতি অর্থবছরের জন্য ৭ দশমিক ২ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ। যদি বিশ্ব আর্থিক অবস্থা নিম্নগামী হয়, তাহলে আমাদের এটি সংশোধন করতে হতে পারে। ততক্ষণ পর্যন্ত প্রবৃদ্ধির অনুমান একই থাকবে।

অন্যদিকে, আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে যা দক্ষিণ এশিয়ায় ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button