মন্তব্য কলাম

“আধা বিপ্লবীর রাজনৈতিক চিন্তা” বিএইচ মোড়ল

বঙ্গবন্ধুর পরে যাকে নিয়ে বাঙ্গলী গর্ব করবে।
সে একজন মহীয়সী শেখ হাসিনা- ব্যক্তিত্ব দৃঢ়তা সরল রাজনৈতিক কৌশল, তাকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গিয়াছে।
তাকে বলা হয় ফিনিস পাখি কখনো বা নীলকন্ঠ, শত্রু-মিত্রকে এক করে দেশের দশের জন্য কাজ করতে পারেন।
রাজনৈতিক প্রতিহিংসা নেই।

সব কিছু আইন নিয়ম-নীতি ধর্মকর্ম ঠিকভাবে পালন করে মানুষের কল্যাণ করা যার দৈনন্দিন জীবন প্রবাহ। একটা দেশকে ভালোবাসতে গিয়ে বৈশ্বিক রাজনীতি ধারক বাহক। রাষ্ট্রবিজ্ঞানের কোন সংজ্ঞায় তাকে সংজ্ঞায়িত করা হবে- সেটা ভবিষ্যত রাষ্ট্র বিজ্ঞানীদের জ্ঞানের উপরে ছেড়ে দেয়া হলো। এতো বাঁধা অতিক্রম করে একটি দেশ জাতি দল সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব সেটা একমাত্র আল্লাহ ব্যতিত কেহ জানেন না।

তার সততা নিষ্ঠা কর্মদক্ষতা কর্মচাঞ্চল্যতা পৃথিবীকে অবাক করে দেয়। যদি তিনি আরো যোগ্য দক্ষ সৎ নিষ্ঠাবান বিচক্ষণ সহকর্মী পেতেন – তা হলে আরো অল্প সময়ের মধ্যে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারতেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ডঃ সেলিম মাহমুদ ভাইর আহবানে সারা দিয়ে – সেলিম মাহমুদ ভাইর কাছে থেকে নির্বাচনী কাজ করার সুবাদে জানতে পেরেছি – প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতোখানি ব্যস্ততার মধ্যে ৩/ এ অফিসের কার্যক্রম ডঃ সেলিম মাহমুদ ভাই এবং দাদা বিপ্লব বড়ুয়ার মাধ্যমে সকলের কার্যক্রম পরিচালনা হচ্ছে জেনে নিতেন। ডঃ সেলিম মাহমুদ ভাই বেছে বেছে একঝাঁক আদর্শবান নূতন পুরাতন ত্যাগী ছাত্রলীগ কর্মীদের নির্বাচন পরিচালনার কাজে অনেকের সাথে নিয়োজিত করেন। নির্বাচন শেষ, পরের দিনের পত্রিকা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে বিশেষ বিশেষণে ভূষিত করলো – কোন পত্রিকা লিখলো ম্যাজিক লেডি, কোন পত্রিকা লিখলেন তার নেতৃত্বে আওয়ামীলীগ টানা তিনবার জনগণের সেবার সুযোগ পেলো।

আমরা দেশবাসী সকলে তার শারীরিক মানসিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button