রাজনীতি

২৪ শর্তে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুমতি পেলো বিএনপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ শর্তে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানের অনুমতি পেলো জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বছরব্যাপী এ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (১ মার্চ) বেলা ৩ টায় গুলশান ৪১ নম্বর সড়কে হোটেল লেকশো’রে অনুষ্ঠিত হবে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া সেখানে দলের স্থায়ী কমিটি সদস্য এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহবায়ক ডক্টর,খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর সোমবার সন্ধ্যায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন সাজসজ্জা মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু হবে।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধনের জন্য গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি। চিঠি পাওয়ার আটদিনের মাথায় ২৪ শর্তে রোববার অনুমতি দিল ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button