রাজনীতি

অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মার্চ মাসের কর্মসূচীর শুভ সূচনা করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা আলোর মিছিল সহ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও পরে আলোর মিছিল করে  সংগঠনটি।

অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে সংগঠনের মাসব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে। আজকের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু সহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্ঠে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম ধ্বনি উচ্চারিত হওয়ার মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করে। সেই অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে ঐতিহাসিক মার্চ মাসের কর্মসূচীর শুভ সূচনা করা হলো।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, আব্দুল আলিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আবিদ আল হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button